গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়েছে যাত্রীগণ। আজ ১৭ই মার্চ বৃহস্পতিবার বিকাল ০৫:৩৭ মিনিটের সময় টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কের কালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , মোল্লাহাট থেকে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিবাহ উদ্যেশ্যে বর যাত্রী হয়ে আসেন একদল যাত্রী।
যথারীতি অনুষ্ঠান শেষে বরযাত্রী পুনরায় মোল্লাহাটে যাওয়ার সময় টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কের কালিখোলা এলাকায় আসলে যাত্রী সহ একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ফলে মাহিন্দ্রাতে থাকা যাত্রীদের মধ্যে সবাই আহত হয়। তবে আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুই জন কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সকলেই মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল কলেজের শিক্ষকবৃন্দ।