বোরহানউদ্দিন কাচিয়ায় সন্ত্রাসীদের হুমকির মুখে প্রবাসী ও তার পরিবার
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাঁচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হুমকির মুখে ওমান প্রবাসী মনিরুল ইসলাম ও তার পরিবার।
ওমান প্রবাসী মনির পাটোয়ারী জানান,আমার বাবা খালেক পাটোয়ারী ১৯৮৫ সালে টাকা দিয়ে জমি ক্রয় করিয়াছে।আমাদের পার্শ্ববর্তী কাচিয়া ৫নং ওয়ার্ডের আলমগীর নামে এক ব্যক্তি আঙ্কুরা নামে এক বিধবা মহিলা থেকে জাল দলিল করিয়াছে।জাল দলিলের মামলায় তারা আদালতে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছে।
আলমগীর পুনরায় ওই জমি দাবি করেছে।এবং আজ সকালে কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের জমিনের ধান কেটে নিয়েছে। এ বিষয়ে খালেক পাটোয়ারী বলেন,আমি ১৯৮৫ সালে অহিদ উল্লাহ নামে এক ব্যক্তি থেকে জমি ক্রয় করেছি।
সেই জমি জোরপূর্বক দখল করে আলমগীরসহ সন্ত্রাসী বাহিনীরা আজ ধান কেটে নিয়েছে। কালির হাট বাজারের এক ব্যবসায়ী বলেন, সেখানে জ্বীন ও ইয়াবা ব্যবসায়ীদের কে সেল্টার দিয়ে যাচ্ছেন,আলমগীর ও রত্তন হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু কুচক্রী মহল ও সন্ত্রাসী বাহিনীর হামলা ও হুমকির মুখে প্রবাসী মনির পাটোয়ারী ও তার পরিবার।
কাচিয়া ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে জিন ও ইয়াবার আখড়া।এই জ্বীন ও ইয়াবা ব্যবসায়ীদের অত্যাচার থেকে মুক্ত হতে চায় এলাকাবাসী। এলাকাবাসী প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। এই বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বলেন,আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।