বোরহানউদ্দিনের কালিরহাটে মালিকানা জমি দখল করার অভিযোগ সন্ত্রাসীদের বিরুদ্ধে

dainikshatabarsa

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পদ্মামনসা স্থায়ী বাসিন্দা খালেক পাটোয়ারী। তার বন্দোবস্ত কবুলে মালিকানা জমিন দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে। খালেক পাটোয়ারী বলেন,১.৫.১৯৮৫. সালে ১লক্ষ ৬০হাজার টাকা দিয়ে আমি অহিদুল্লাহ সাথে সাড়ে ৩৭ করা জমিনের একটি চুক্তিনামা করি।

তারপর আমাকে অহিদুল্যাহ জমি দখল বুঝিয়ে দিলে উক্ত জমি ২৫ বছর ভোগ দখল করি। ২০০৮ সালে আলমগীর সহ কিছু সন্ত্রাসীরা একটি জাল দলিল তৈরি করে আমাদের জমি দখল করার চেষ্টা করে।ঐ এলাকার আলম, রত্তন, জসিম, মাওলানা এবাদুল,ইউসুফ, সহ আরো অনেক সন্ত্রাসীরাই আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

খালেক পাটোয়ারীর ছেলে মনির মালয়েশিয়া প্রবাসী বলেন, আমরা দীর্ঘ ২৫ বছর উক্ত জমির ভোগ দখল করে আসছি।এখন এক সন্ত্রাসী মহল আমাদের জমি দখল করার জন্য বিভিন্ন রকম পাঁয়তারা করছে। এই জমি নিয়ে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এনামুল স্যারের নির্দেশনা ফায়সালাতে বসা হয়েছে। তাদের উপযুক্ত কাগজপত্র না থাকায় আমাদেরকে ঘর করার অনুমতি দিয়েছেন।

তারপর তারা আমাদের নামে একটি মিথ্যা আদালত চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জ্বিন ও প্রতারণার ব্যাপক অভিযোগ রয়েছে। তারা রাতের আধারে মাদক সেবন করে।জুয়া সহ বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান আব্দুর রব কাজী বলেন বলেন, উক্ত জমিনের সমস্যাটা দীর্ঘদিন যাবৎ শুনিতেছি, দুই পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করিয়া জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *