বেপরোয়াভাবে গাড়ি চালানো জন্য সোহাগ মাতুব্বর এর মৃত্যু হয় ।

 গতকাল বৃহস্পতিবার

 গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন এর আওতাধীন সুয়াদী নামক স্থানে বিশ্বরোডে হাজার হাজার জনসাধারণ ও সর্বস্তরের নেতাকর্মী সহ সোহাগ মাতব্বরের পরিবার এই মানববন্ধনে উপস্থিত হন।

এ সময় হাজার হাজার জনতার মাঝে সোহাগ মাতুব্বরের ভাই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন এরকম দুর্ঘটনায় আমার মতো আর যেন কেউ ভাই হার না হয় সেজন্য স্পিডব্রেকার দেয়ার জোর দাবি জানাই এবং অসতর্কতায় গাড়ি চালানোর জন্য খুনি ড্রাইভার কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। এসময় উপস্থিত আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান আলগী ইউনিয়ন পরিষদ। দেলোয়ার মাতুব্বর ইউ পি সদস্য ০১ নং আলগী ইউনিয়ন পরিষদ।

সুলতান মাহমুদ মন্টু নগরকান্দা উপজেলা যুবলীগ সাধারণত সম্পাদক। খাইরুল আলম সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ। ফয়সাল মোল্লা সভাপতি মুক্তিযোদ্ধা প্রজম্ম কমান্ড ফরিদপুর জেলা শাখা সমস্ত বক্তারা তাদের বক্তব্য স্পিড বেকার ও খুনি ড্রাইভার এর ফাঁসি চান এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন উল্লেখ্য গত রবিবার ১৩ তারিখ সকাল ১১,৩০ মিনিটে সোহাগ মাতুব্বর মহাসড়কের পাশ দিয়ে হেটে চলছিল। পরে খুলনা থেকে ঢাকাগামী সেতু ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ভ-১৫-৭২৩৩) ঘটনাস্থলে এসে রং সাইড ডানপাশের কাচাঁ মাটিতে নেমে পড়ে। তখন পথচারী সোহাগ গাড়ীর চাকার নীচে পড়ার ভয়ে লাফ দিয়ে চালকের পাশের জানালা ধরে গাড়ীর সাথে ঝুলতে থাকে।

কিন্তু চালক ওকে না নামিয়ে গাড়ী দ্রুতগতিতে চালাতে থাকে। প্রায় ১ কিলোমিটার গাড়ী চলার পর উপোজেলার কাইলার মোড়ে যখন পৌছায় তখন ছেলেটি গাড়ী থেকে ছিটকে পড়ে। সে সময় গাড়ীর পিছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় সোহাগ। এ ঘটনায় হাজার হাজার উৎসুক জনতা মানববন্ধন শেষে বিশ্ব রোডের 5 মিনিট অবরোধ করে একটি স্লোগানে মুখরিত করেন খুনি ড্রাইভার এর ফাঁসি চাই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *