যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৭ পিস (৯ কেজি ২শ') গ্রাম স্বর্ণেরবার সহ বানেছা খাতুন (৪৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৮ আগষ্ট) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক বানেছা পোর্ট থানার সাদিপুর গ্রামের দুখে মিয়ার স্ত্রী। বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, পাচারকারীরা ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণেরবার নিয়ে সাদিপুর সীমান্তে অপেক্ষা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫৭ পিস (৯ কেজি ২শ') গ্রাম ওজনের স্বর্ণেরবার সহ বানেছাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেরবারের মূল্য আনুমানিক সাড়ে ছয় কোটি টাকা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবার সহ বানেছাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।