বেগম রোকেয়ার আলোকবর্তিকাই নারী সমাজকে পথ দেখিয়েছেঃ এসপি বিপ্লব সরকা
৯ই ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ৩ টার সময় টাউন হল রংপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে। নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ রংপুরের আয়োজনে গুণী নারী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (বার) পিপিএম_পুলিশ_সুপার_রংপুর। এসময় বেগম রোকেয়া দিবস উদযাপন ২০২০ ও নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তিনি আরো বলেন,বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এদেশের নারীসমাজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা ছিলো বিশাল এক ভুমিকা ছিলেন।