বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ২৬ লাশ উদ্ধার
এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধি:
রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবির ঘটনায় কমপক্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এক বিবৃতিতে কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবে যায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অধিকাংশই নিখোঁজ হন।