বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মোল্ল্যা হত্যায় বাহাউদ্দিন ও তার ৪ সহযোগীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

খুলনার আলোচিত সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামী বাহা বাহিনীর প্রধান খন্দকার বাহাউদ্দিন ও তার ৪ সহযোগীকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা চীফ মেট্রো ম্যাজিষ্ট্রেট কোট রিমান্ড মঞ্জুর করেন কনিকা বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাড.নাজিয়া আহম্মেদ বর্ণা । এর আগে ২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত থেকে আটজন নগরীর রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। ঘটনার পর ১০ জুন নিহতর ছেলে আল মামুন সুমন বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। উল্লেখ্য যে, মামলাটি তদন্তের একপর্যায়ে নগরীর ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকাররের নাম উঠে আসে। পরে হঠাৎ করে বাদির আপত্তির পরও মামলার তদন্তভার সিআইডিকে দেয়া হয়। টানা কয়েক বছর পর সিআইডি তদন্ত করে সোমবার তিন আসামিকে গ্রেফতার করে। দলীয় কাউন্সিলে গত বছর বাহাউদ্দিন খন্দকার সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। তবে খুলনা দলিল লেখক সমিতির নির্বাচনে খুলনা জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *