বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আজ (৫ আগস্ট) রোজ শনিবার সকাল নয়টায জেলা প্রশাসন বরিশালের আয়োজনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার বরিশালে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি.এস.এম জাফরউল্লাহ্, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ও সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মোঃ আরিফ হেসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলেচনা করেন।