বীর মুক্তিযোদ্ধার ছেলের মুদি দোকান পুড়ে ভষ্মীভূত

বাগেরহাটের মোল্লাহাটে এক বীর মুক্তিযোদ্ধার ছেলের মুদি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। উপজেলার গাড়ফা পূর্ব পাড়া এলাকায় বুধবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক উপজেলার গাড়ফা পূর্ব পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল শেখের ছেলে ইকবাল জানান, রাত ১১টার দিকে মুদি দোকান বন্ধ করে সংলগ্ন বাড়িতে যান তিনি, এর মাত্র ২০ মিনিট পর জনৈক ভ্যান চালক তাকে ডেকে দোকানে আগুন লাগার খবর দেয়।

এরপর দ্রুত গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। তখন মোটরের সাহায্যে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। ততক্ষণে দোকানসহ সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। এতে আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে চরম হতাশায় পড়েছেন তিনি ও তার পরিবারের সকলে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আবেদন করলে সরকারীভাবে সাহায্য করার চেষ্টা করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *