বি.এম.পি কর্তৃক বরিশাল মহানগরীর সদর রোডের রাস্তার পাশ থেকে হকার মুক্ত ঘোষণা করা হয়েছে।

 নিরাপদ রাস্তা যানজট মুক্ত শহর ও সড়ক উপহার দিতে, বরিশাল মহানগরীর সদর রোড হকার মুক্ত ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে, ইংরেজি ০৩ রা ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার বি.এম.পির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (পি.পি.এম) এর নেতৃত্বে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় বরিশাল মহানগরীর জেলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত পরিচ্ছন্ন সড়ক উপহার দিতে হকার মুক্ত রাখতে জরুরী ঘোষণাযুক্ত লিফলেট বিতরণ করে নগরীর সম্মানিত নাগরিকদের অনুরোধ জানান। রাস্তার দু’পাশে অবৈধ হকার মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বি.এম.পি) ট্রাফিক বিভাগ কর্তৃক ঘোষণাটি নিম্নরুপঃ “প্রিয় নগরবাসী, আপনাদের জানানো যাচ্ছে যে, সদর রোড হকার মুক্ত ঘোষণা করা হয়েছে। জেলাস্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত রাস্তায় বা ফুটপাতে হকার বা ভাসমান দোকান না বসার জন্য আপনাদেরকে একান্ত অনুরোধ জানানো যাচ্ছে। বরিশাল নগরীর সম্মানিত দোকান মালিক ও ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ, আপনার দোকানের সামনের রাস্তায় বা ফুটপাতে হকার বা ভাসমান দোকান বসতে দিবেন না, যদি কোন হকার বা ভাসমান দোকান থাকে তাহলে উঠিয়ে দিন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম মোবাইল নম্বর – ★””০১৭৬৯৬৯০১১৮””



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *