বিসিএস উইমেন নেটওয়ার্ক সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

বিসিএস উইমেন নেটওয়ার্ক সম্মাননা পুরস্কারের ক্রেস্ট নিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত বিসিএস উইমেন নেটওয়ার্ক -এর বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এম.পি।

বিসিএস উইমেন নেটওয়ার্ক এর সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।

বিসিএস উইমেন নেটওয়ার্ক এর বার্ষিক সাধারণ সভা ২০২২ এ গোপালগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়কে ‘বাংলাদেশ পুলিশ পদক’ প্রাপ্তিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভার প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *