বিরামহীন ভাবে চলছে কোয়ান্টামের দাফন সেবা

সেবা

 গত বছর করোনার প্রাদুর্ভাব থেকে শুরু করে এখন পর্যন্ত এ সেবা চলছে। স্বপরিকল্পনা, স্ব উদ্যোগ ও স্ব অর্থায়নে গড়ে ওঠা ও বহুমুখী সেবা দানকারী এ প্রতিষ্ঠানটি সারা দেশ ব্যাপী বিস্তৃত। এ পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় চার হাজার দাফন/সৎকার সম্পন্ন হয়েছে।

পুরুষদের জন্য পুরুষ টিম, মহিলাদের জন্য মহিলা টিম এবং বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা টিম এর ব্যবস্থা রয়েছে। মৃত ব্যক্তির নিজস্ব পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করা হয় এ কাজ। ছাত্র/ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার ৫০ জন স্বেচ্ছাসেবকের একটি দল ২৪ ঘন্টা তৈরি থাকছে সবসময়। ০২/০৬/২১ ইং তারিখ শুক্রবার বেলা ১১ টায় রোকেয়া বেগম নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

আজ ০৪/০৬/২১ ইং তারিখ রবিবার সকাল ৮.২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। এর পর কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীদের কাছে ফোন আসলে তারা সেখানে পৌছে যান। এ সময় নারী টিমের সদস্যদের দেখা গেছে মৃতদেহ বহন করে বরিশাল মুসলিম গোরোস্থানে নিয়ে যেতে।

সেখানে নিয়ে তারা মৃতদেহকে জীবাণুমুক্ত করে গোসল ও কাফনের কাজ সম্পন্ন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইসলামীক ফাউন্ডেশনর নীতিমালা মেনেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ফাউন্ডেশনের সকল সদস্য এখন পর্যন্ত সুস্থ আছেন। দাফন জনিত কোন সেবার প্রয়োজন হলে কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার ০১৮৪৮-৩৭৩৫৩৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *