বিরল সম্মানে ভূষিত হলেন শিপন কুমার বসু


রণিকা বসু (মাধুরী), স্টাফ রিপোর্টারঃ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ বিরল সম্মানে ভূষিত হলেন বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির সভাপতি শিপন কুমার বসু। গত ৩ জুলাই, ২০২০ ইং তারিখে ইউনাইটেড ইউরোপীয়ান নোবেল ফেডারেশন এক বিবৃতিতে শিপন কুমার বসুকে ওই ফেডারেশনের শান্তি মন্ত্রী (Minister of Peace) ঘোষণা করেন। এ ব্যপারে শিপন কুমার বসু বলেন, United European Nobel Federation আমাকে শান্তির দায়িত্ব প্রদানের মাধ্যমে যে সম্মান প্রদান করেছেন সে জন্য আমি ওই ফেডারেশনের নিকট কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাবো। উল্লেখ্য, শিপন কুমার বসু ভারতীয় উপমহাদেশে নির্যাতিত হিন্দু সম্প্রদায়দের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ১৯৭১ সালের পূর্ব ও পরবর্তী বাংলাদেশে নির্যাতনের শিকার ও সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া হিন্দু সম্প্রদায়দের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন তিনি।