“”বিদ্যািপিঠ অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান(আলী মাষ্টার) ইন্তেকাল””


বাগেরহাটের মোল্লাহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ডি কে কে মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ হাফিজুর রহমান (আলী মাষ্টার) (৭৭) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। শনিবার দুপুর ২.৩০ সময় চিকিৎসাধীন অবস্থান খুলনা শেখ আবুনাসের হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি তেরখাদা উপজেলার কুশলা গ্রামে তাঁর পিতার নাম মৃত জব্বার শেখ। শনিবার মাগরিব বাদ তাঁর জানাযার নামাজ বয়ারগাতী খেয়াঘাট মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র, ও দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ হাফিজুর রহমান (আলী মাষ্টার) এর মৃত্যুতে শোক জানিয়েছেন ডি কে কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ।