ফকিরহাটে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ অনুষ্ঠান উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে তিনটায় সভাটি ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার, ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলিমুজ্জামান,বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী,শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম,মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা বাহিরদিয়া মানসা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ফকিরহাট সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম সহ ফকিরহাট উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।