গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক অনলাইন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাতাব হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আলতাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।