বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে উল্লেখিত, গত ২৪-০৫-২০২২ তারিখ মেসার্স আমানত অটোস-২ এর পক্ষ থেকে বিএমপির বন্দর থানায় একটি দোকান চুরি সংক্রান্ত মামলা দায়ের হয়।
এজাহারে জানা যায়, বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন, ০৪নং ওয়ার্ড, দিনার সাকিনস্থ দিনারের পোল সংলগ্ন ‘‘মেসার্স আমানত অটোস-২’’ নামক ব্যাটারী, আইপিএস এর দোকান কর্মচারীরা প্রতিদিনের ন্যায় গত ২২ মে ২০২২ খ্রিঃ রাত্র অনুমান ১০:০০ টায় দোকান বন্ধ করে দোকানের চাবি বাদীর বাড়ীতে পৌছে দিয়ে যার যার বাড়ীতে যায়। অতঃপর ২৩-০৫-২০২২ খ্রিঃ সকাল অনুমান ০৮:০০ টায় উল্লেখিত কর্মচারীরা বাদীর বাড়ী হইতে দোকানের চাবি আনিয়া দোকানের কাছে এসে দেখে যে, দোকানের সাটারের তালা কাটা এবং দোকানের মধ্যে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকান থেকে বিভিন্ন কোম্পানির প্রায় ৫১ টি ব্যাটারী, আইপিএস ০২ সেট, চায়না গোল্ডেন পানপাতা মটর সেট ০২টি, আরএফএল কোম্পানীর স্কেল মিটার ০১টি এবং দোকানের ক্যাশ বাক্স ব্যাক্সের মধ্যে থাকা নগদ ১,০০০/- (এক হাজার)টাকা সহ সর্বমোট ৩,৭০,০০০/- (তিন লক্ষ সত্তর হাজার) টাকার মালামাল চুরি হওয়ার অভিযোগ পেয়ে মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ মোস্তাফিজ পরবর্তীতে বাদীর দোকানের সিসি ক্যামেরায় সংরক্ষিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখেন যে, ২৩ মে ২০২২ খ্রিঃ রাত অনুমান ০৩:১০ টা থেকে ০৪:০০ টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা রাত্রিবেলা সঙ্গোপনে বাদীর দোকান ঘরের সাটারের তালা কেটে প্রবেশ করে দোকান থেকে বর্ণিত ব্যাটারী, আইপিএস, মটর সেট ও নগদ টাকা সহ সর্বমোট ৩,৭০,০০০/- (তিন লক্ষ সত্তর হাজার) টাকার মালামাল একটি কাভার্ডভ্যানে করিয়া চুরি করে নিয়া যায়। বরিশাল শহরের আঃ রব সেরিনিয়াবাদ সেতুর টোল প্লাজার সিসি টিভি পর্যালোচনায় দেখা যায় চট্ট-মেট্রো-ট-১২-০১৩০ একটি কভার্ডভ্যানে বাদীর এজাহারে উল্লেখিত মালামাল চুরি করিয়া বরিশাল ঝালকাঠীর রাস্তার দিকে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত কাভার্ডভ্যানটি ডায়মন্ড এজেন্সির নামে পরিচালিত হচ্ছে। পরবর্তিতে ২৯ মে ২০২২ তারিখ রাত্র ২২:০০ টায় মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ মোস্তাফিজ সহ সঙ্গীয় অভিযানিক টিম সিএমপি এর কোতয়ালী থানাধীন স্টেশন রোডের হোটল শৈকত এর বিপরিত পাশে পাকা রাস্তা থেকে ০১নং আসামী মোঃ জিয়াউর রহমান(৪০) এবং ০২নং আসামী মোঃ জিল্লুর রহমান(৪৫)দ্বয়কে আটক করে, আসামীদ্বয়কে ৩০ মে ২০২২ খ্রিঃ তারিখ ১৬:০০ টায় ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত কভার্ডভ্যানটি ১। মোঃ মামুন হাওলাদার(৩০), পিতা-মোঃ সোহরাব হাওলাদার, মাতা-মোসাঃ আলেয়া বেগম, সাং-শ্রীরামপুর, ০৩নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠী, ২। মোঃ জলিল মল্লিক(৫০), পিতা-মৃত সুন্দর মল্লিক, মাতা-মজিতুন নেছা, সাং-ছোটবগি, গেন্ডামারা, ০৩নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনাদ্বয়ের নিকট গত ২২-০৫-২০২২ খ্রিঃ তারিখ এক দিনের জন্য ভাড়া নেয়। তদন্তে প্রকাশিত আসামী ১। মোঃ মামুন হাওলাদার(৩০) ও ২। মোঃ জলিল মল্লিক(৫০)দ্বয় বন্দর থানার মামলা নং-২০, তারিখ-৩১-০৫-২০২২ খ্রিঃ, ও মামলা নং-২১, তারিখ-৩১-০৫-২০২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড আইনে থানা হাজতে গ্রেফতার থাকায় উক্ত আসামীদ্বয়কে অত্র মামলায় গ্রেফতার করা হয় । ধৃত আসামী ১। মোঃ মামুন হাওলাদার(৩০) ও ২। মোঃ জলিল মল্লিক(৫০)দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, তাহারা উক্ত কভার্ডভ্যানটি গত ২২-০৫-২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা রাতে ড্রাইভার মোঃ জিয়াউর রহমান(৪০) ও হেলপার মোঃজিল্লুর রহমান(৪৫)দ্বয়ের নিকট হইতে বরিশাল থেকে এক রাতের জন্য ভাড়া নেয় এবং উক্ত গাড়ীর ড্রাইভার ও হেলপার ধৃত আসামীদ্বয় মামুন ও জলিল এর নিকট কভার্ডভ্যানটি ভাড়া দিয়া বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে হোটেল সোনার বাংলায় ঘুমিয়ে থাকেন। পরবর্তীতে মামুন ও জলিল সহ বেল্লাল, ইয়াছিন, সোহেল, টিয়া একত্রিত হইয়া উক্ত কভার্ড ভ্যানটি ভাড়ায় নিয়া গত ২২-০৫-২০২২ খ্রিুঃ তারিখ রাত্র ০৩:১০ ঘটিকায় বাদীর দোকানের সামনে রেখে দোকানের সাটার কেটে দোকানে প্রবেশ করে বাদীর ব্যাটারী, নগদ টাকা সহ সর্বমোট ৩,৭০,০০০/- (তিন লক্ষ সত্তর হাজার) টাকার মালামাল উক্ত কভার্ড ভ্যানে করিয়া চুরি করে নিয়া যায়। অতঃপর বাদীর উক্ত মালামাল আসামী মামুন ও জলিল এর মাধ্যমে বরগুনা জেলাধীন ৫। মোঃ নাসির খান(৪০), পিতা-মোঃ আবুল হোসেন খান, সাং-দক্ষিণ গেন্ডামারা, ০৭নং ওয়ার্ড, ছোটবগি ইউপি, থানা-তালতলী, জেলা-বরগুনা, ৬। মোঃ আয়নাল হাওলাদার(৪৫), পিতা-খানজে আলী হাওলাদার, সাং-গন্ধমারা, ০৯নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনাদ্বয়ের নিকট বিক্রি করে। আসামীদের দেওয়া তথ্য ও দেখানোমতে মোতাবেক অদ্য ৩১-০৫-২০২২ খ্রিঃ তারিখ বরগুনা জেলার তালতলী থানাধীন ছোটবগি ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের নাসির এর বসত ঘর থেকে ১। একটি খালি বক্স, যাহার গায়ে ৬-উগ-২২০ঐ লেখা আছে, ২। চার সেট অটোরিক্সার ব্যাটারী, যাহার মডেল নং-৬-উগ-১২০অঐ লেখা, যাহার প্রত্যেকটির কোড নং-(ক) অ-১৫৪০৭, (খ) অ-১৪৮০২, (গ) অ-১৪৭৭৭, (ঘ) অ-১৪৮০৩ উক্ত মালামালগুলো উদ্ধার করিয়া সাক্ষীদের সম্মূখে ৩১-০৫-২০২২ খ্রিঃ তারিখ জব্দ তালিকা মূলে জব্দ করি এবং আসামী মোঃ আয়নাল হাওলাদার(৪৫) এর বসত ঘর হইতে ১। একটি গোল্ডেন পান পাতা মার্কা মটর, ২। একটি সাদিক পান পাতা মার্কা মটর উদ্ধার করিয়া সাক্ষীদের সম্মূখে ৩১-০৫-২০২২ খ্রিঃ তারিখ জব্দ তালিকা মূলে জব্দ করে। জিজ্ঞাসাবাদে তাহারা সবাই বাদীর দোকান ঘর হইতে ব্যাটারী চুরির বিষয়টি স্বীকার করে। অত্র মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে বিএমপি বন্দর থানা তৎপর রয়েছে।