গতকাল মঙ্গলবার ২৬ এপ্রিল বেলা ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার চৌকস অফিসার এস.আই মেহেদী হাসান-২ এর নেতৃত্বে একটি চৌকস টিম বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ কাজীপাড়া এলাকার তেমাথা পাকা রাস্তায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে, (১) সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার(৩২), পিতাঃ মোঃ বাবুল হাওলাদার, উত্তর জাগুয়া,২৬ নং ওয়ার্ড,(২) রিয়াল সিকদার(৩২), পিতাঃ মৃত আক্কাস আলী সিকদার,সিকদার পাড়া, ১৩ নং ওয়ার্ড ও;(৩) মোঃ সোহাগ ওরফে (পাসপোর্ট সোহাগ), পিতাঃ আনিচুর রহমান, সাং- হাতেম আলী কলেজ চৌমাথা, মুসলিম পাড়া, ১৫ নং ওয়ার্ড,থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল দ্বয়কে সর্বমোট ১১৮০/- (এক হাজার একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটির বিষয় নিশ্চিত হয়ে গনমাধ্যমকে জানান,ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।