প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ
বিএমপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত
পবিএ মাহে রমজানের ১৬ তম রমজান ১৮ এপ্রিল সোমবার বরিশাল পুলিশ লাইনে বিএমপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল -২০২২ অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) জনাব মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ববর্তী সময়ে উপস্থিত অতিথিবৃন্দ দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ ছাদেকুল আরেফিন, বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়া কমান্ডার ৭ম পদাতিক ডিভিশনের (শেখ হাসিনা সেনানিবাস) জি.ও.সি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আ.লীগের সভাপতি অ্যাডঃ এ.কে.এম জাহাঙ্গীর, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাসের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সহ-সভাপতি কাজী আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি স.ম ইমানুল হাকিমসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও পুলিশ অফিসারবৃন্দ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত