বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ আহত ২৫

কাপ্তাই উপজেলার রাইখালী – রাজস্থলী সড়কের কারিঘর পাড়ার হাতিমারা নামক স্থানে যাত্রিবাহী বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ২৫ জন যাত্রী আহত হয়। আজ রবিবার ২২ই নভেম্বর সকাল সাড়ে দশটার সময় এই সড়ক দূর্ঘটনা ঘটে। বাসের যাত্রী নুর মোহাম্মদ জানান, রাজস্থলী হতে ছেড়ে আসা রাঙ্গামাটি অভিমুখী চট্টমেট্রো জ ০৪-০১০২ নম্বরের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক হতে আসা চট্টগ্রাম থ-১৪ নম্বরের সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সিএনজি’র সামনের দিকে ডেন্ডেট হয়ে দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি প্রধান সড়কের মাঝ বরাবর উল্টে যায়। এতে সিএনজি চালক মোঃ সোলেমান-৩৫ পিতা আব্দুল রাজ্জাক, গ্রামঃ ডাকবাংলা পাড়া, গুরুতর আহত হয় বাসের ২৫ জন যাত্রী আহত হয় । গুরুতর আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, রোববার (২২ নভেম্বর) সকাল ১০. ৩০ টায় রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হাতিমারা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে । পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। স্থানীয় জনগণ তাদের হাস পাতালে নেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *