বালাসীঘাটে লঞ্চ চলাচলের উদ্বোধন করেন নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন,সরকারের চলমান উন্নয়নের অংশ হিসেবে সারা দেশে নৌপথ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ২৬ কিলোমিটার নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হলো। আগামীতে উত্তরাঞ্চলের কৃষকদের উৎপাদিত সবজি ও অন্যান্য ফসল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌছে দেয়ার জন্য ফেরী সার্ভিস চালু করা হবে। আজ ৯ এপ্রিল শনিবার গাইবান্ধা জেলার বালাসীঘাটে বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ চলাচলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নব্যতা সংকট সহ নানা কারণে অতীতে এ রুটে নৌচলাচল বন্ধ হলেও আর কখনই এ রুটে নৌ চলাচল বন্ধ হতে দেয়া হবেনা। ভবিষ্যতে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ট্যানেল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ভূগর্ভস্থ ট্যানেল নির্মাণের জন্য সম্ভব্যতা যাচাই করা হবে। যদি এ রুটে ট্যানেল নির্মাণ করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্রের তলদেশে ট্যানেল নির্মাণ করা হবে।

এরপরে তিনি বালাসী ফেরীঘাট টার্মিনালে অনুষ্ঠিত এক সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সামস উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী সহ জেলা ও ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *