বাবা-মায়ের কবর জিয়ারত করলেন র‍্যাবের নবনিযুক্ত ডিজি এম খুরশীদ হোসেন

র‍্যাবের নবনিযুক্ত ডিজি এম খুরশীদ হোসেন তার ওপর অর্পিত দায়িত্ব বুঝে নিয়ে আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার পথে নিজ জন্মস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বরাশুর গ্রামে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করতে সেখানে যান।

এ সময় ৫নং কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মশিউর রহমান খানের নেতৃত্বে এলাকাবাসী র‍্যাবের নবনিযুক্ত ডিজি এম খুরশীদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেন। এসময় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ, ওসি তদন্ত সহ এলাকার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

পরে এম খুরশীদ হোসেন স্থানীয় এলাকাবাসীর সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন। পরে
র‍্যাবের ডিজি তাদের নিকট সুষ্ঠুভাবে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় র‍্যাবের নবনিযুক্ত ডিজি এম. খুরশীদ হোসেন স্থানীয় এলাকাবাসীর উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *