বাধ্যতামূলক মাস্ক কিনতে হল ৩০০ জনকে

 যশোরের অভয়নগরে মহামারি করোনা প্রতিরোধে ৩০০ জনকে বাধ্যতামূলক মাস্ক কেনার পর তা মুখে পরার ব্যবস্থা গ্রহণ এবং মাস্ক না পরায় ৪৯ জনকে জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে,এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নওয়াপাড়া বাজারে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করার অপরাধে ৪৯ জনের কাছ থেকে চার হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- অভয়নগর থানার এসআই উজ্জ্বল হোসেন ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী নিহার রঞ্জন বিশ্বাস। অভিযান সম্পর্কে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, মাস্ক না পরায় ৩০০ জনকে বাধ্যতামূলকভাবে দোকান থেকে মাস্ক কিনে তা মুখে পরার নির্দেশ দেয়া হয়েছে, ৪৯জনকে জরিমানা ধার্য করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ জন সামর্থ্যহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *