বাড়ির মালিকদের কাছে ভাড়া মওকুপের জন্য বশেমুরবিপ্রবি প্রশাসনের মানবিক আবেদন
সজল সরকার দৈনিক শতবর্ষ
বাড়ির মালিকদের কাছে ভাড়া মওকুপের জন্য বশেমুরবিপ্রবি প্রশাসনের মানবিক আবেদন করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুপের বিষয়ে বাড়ির মালিকদের কাছে মানবিক আবেদন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গোপালগঞ্জের বাড়ির মালিকদের প্রতি এই মানবিক আবেদন করা হয়। ওই চিঠিতে বলা হয়, গত ১৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। তারপর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বাড়ি চলে যায়। ফলে টিউশন করিয়ে যেসমস্ত শিক্ষার্থী বাড়ি ভাড়া দিতেন তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে । এছাড়া লকডাউনের কারণে অনেক পরিবারের উপার্জনও বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেসমস্ত শিক্ষার্থীরা বাড়ি/মেস ভাড়া দিতে গিয়ে কঠিন সমস্যায় পড়েছেন। তাই পরিস্থিতি বিবেচনা করে বাড়ির মালিকদের মানবিক দৃষ্টি দিতে অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের বিষয় বিবেচনা করে এই মানবিক আবেদন করা হয়েছে। আশা করি এতে বাড়ির মালকরা সাড়া দেবেন এবং ইতিবাচক কিছু হবে।