“বাঙালী জাতির মুক্তিতে বঙ্গবন্ধুর ত্যাগের মহিমা অভূতপূর্ব”-মোঃ শাহাবুদ্দিন খান অতিরিক্ত আইজিপি

 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে ১৭ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) মহোদয় উপস্থিত আলোচনা সভার বক্তব্যে তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়ার পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু শেখার আছে। এই ভূখণ্ড কখনোই স্বাধীন ছিলো না, পূর্বে বৃটিশ শাসনামলে আমরা একটি ঔপনিবেশ ও পরাধীন জাতি ছিলাম এবং বিভিন্ন জাতি বিভিন্নভাবে এদেশে শাসন ও অত্যাচার করেছেন। কিন্তু বাঙ্গালি জাতির গর্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ডে স্বাধীনতা পেয়েছি। তাঁর এই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি বঙ্গবন্ধুর জন্মদিনকে অতি গুরুত্ব ও শ্রদ্ধ্যার সহিত পালন করার জন্য জাতীয় শিশু দিবস উদযাপন করি, যেন সবাই মিলে বঙ্গবন্ধুর আত্মত্যাগ,বলিষ্ঠ-নেতৃত্ব,আদর্শ জানার জন্য তাঁকে গভীর শ্রদ্ধ্যায় স্মরণ করতে পারি। সুতারং বঙ্গবন্ধুর আদর্শকে জেনে ও সন্মানের সহিত অন্তরে ধারণ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়ানোর প্রয়াশ করতে পারি। বঙ্গবন্ধু হিন্দু, বৈদ্য, খ্রিস্টান সহ সকল ধর্মালম্বীর মাঝে গ্রামীণ পরিবেশে জন্মগ্রহণ করেন এবং একটি অসাম্প্রদায়ীক চেতনায় বাঙালি জাতির বিবেচনায় সর্বোৎকৃষ্টতম মানুষ হিসেবে বেড়ে ওঠেছিলেন বলেই শোষণ, বঞ্চনা, উৎপীড়ন,পরাধীনতা ও বিদেশীদের শাসন থেকে বাঙালির মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অকুণ্ঠ-নির্লোভী থেকে তিনি যে ত্যাগের মহিমা দেখিয়েছেন তা আজ অবধি বাঙালি জাতির মধ্যে আর কেউ তা দেখাতে পারেন নাই। আমাদের দেশ ও দেশের মানুষের ত্যাগে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লেখা-পড়ার পাশাপাশি দেশপ্রেমিক,অহিংস, অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ হয়ে ভালো সুনাগরিক হয়ে দূর্ণীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার হয়ে এই দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে এবং বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সপ্নের সোনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়া ও উন্নয়নের রুপকল্প বাস্তবায়নের মাধ্যমে আত্মমর্যাদাশীল একটি উন্নত জাতি হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *