বাগেরহাট আওয়ামী লীগের প্রবীণ নেতা ফকির মো. মনসুর আলীর করোনায় মৃত্যু

করোনায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট ফকির মো. মনসুর আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিগত ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগকে জেলাব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিকবার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হন।

তাঁর মৃত্যুতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য সহ বাগেরহাট জেলা আওয়ামীলীগ শোক প্রকাশ করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image