বাগেরহাটে এক মাদ্রাসা শিক্ষক জাল জালিয়াত এর মাধ্যমে অপর এক মাদ্রাসায় অবৈধভাবে উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত করে চাকুরি করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।সম্প্রতি এই অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই কারণ দর্শানো হয়। এরপর ঘটনা জানা জানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল ওয়াদুদ চৌধুরী বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদরাসার ইবতেদায়ী প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন।তার ইনডেক্স নাম্বার K3666271.এখানে তিনি দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় বাগেরহাটের মোংলা উপজেলার মাদুর পাল্টা নিয়াজ মাখদুম আলিম মাদ্রাসায় নতুন ইনডেক্স M0034780 তৈরি করে জালিয়াতের মাধ্যমে উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত হন। এছাড়াও তিনি একাধিক লাভজনক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন যা বিধি সম্মত নয়।এসব অভিযোগ উল্লেখ করে কারণ দর্শানো হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে এসব জালিয়াতের কারণে কেন তার বেতন ভাতা স্থায়ীভাবে বন্ধ হবে না এই মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক জবাবের নির্দশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওয়াদুদ চৌধুরীর কাছে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।