বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বড় খাজুরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।নিহত ইমরান হাওলাদার খুলনা শহরের বানিয়াখামার এলাকার শহীদ আবুল সড়কের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি হোসেন জানান, "পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে, বাগেরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ ভ্যানটি কেটে চালক ইমরানকে বের করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।