বাগেরহাটের শ্রেষ্ঠ ওসি ””মোল্লাহাট থানার সোমেন দাশ

 বাগেরহাট জেলার নয় থানার মধ্যে গত তিন মাসে (আগস্ট-অক্টোবর) শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ।

পুলিশ লাইন ড্রিল শেডে গত শুক্রবার মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক কল্যান সভার সভাপতি পুলিশ সুপার কে,এম আরিফুল হক , পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

এসময় অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (সদর) মোঃ মিজানুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহামুদ হাসান, অতিঃ পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) সোনিয়া পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) মোঃ আফিস ইকবাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোঃ ছয়রুদ্দিন আহম্মেদসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ী ও ক্যাম্পের আইসিগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কে,এম আরিফুল হক বলেন, জেলার নয়টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি মোল্লাহাটের জনগণ আরও ভালো সেবা পাবে। এ প্রসঙ্গে ওসি সোমেন দাশ বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরো বলেন এ অর্জন এর দাবিদার আমার ইউনিটের সকল সহকর্মী যাদের নিরলস প্রচেস্টায় সম্ভব হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *