বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারনের প্রতিবাদ করায় তিন ভাইকে কুপিয়ে যখম

মোল্লাহাটে গভীররাতে বাথরুমের টিনের বেড়ার ছিদ্র দিয়ে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারনের প্রতিবাদ করায় ওই গৃহবধুর স্বামীসহ আপন তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুন ঘোষগাতী এলাকায়  গত (১৭ই সেপ্টেম্বর) বৃহষ্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিন ভাই হলো মোঃ জাকির শেখ (৪০)জিকরুল শেখ (৩৫) ও আরিফুল (২৬)। ওই রাতেই তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতদের পিতা হাসেন শেখ, মা সরুপজান ও ভাই তরিকুল ইসলাম জানান,প্রতিবেশী লোয়াব মোল্লার ছেলে রহমত মোল্লা (৩৫) জিকরুল শেখের স্ত্রী সুমি (২৫)কে প্রায়ই উত্যক্ত করতো এবং তাদের অজান্তে যে কোন সময় বাথরুমের টিনের বেড়া কেটে ছিদ্র করে রাখে। ১৭ই আগষ্ট বৃহষ্পতিবার রাত ১টার দিকে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে গেলে ওই ছিদ্র দিয়ে ভিডিও ধারন করে রহমত। ভিডিও ধারনকালে ওই গৃহবধু বিষয়টি বুঝতে পেরে বাথরুম থেকে বের হয়ে বিষয়টা তার স্বামীকে জানায়। এসময়ে স্বামী জিকরুল তার অন্যান্য ভাইদের বিষয়টি জানায় এবং তাৎক্ষণিক এর প্রতিকারের জন্য রহমতদের বাড়ি যায়।

ওই সময় রহমতসহ তার ভাই হেকমত মোল্লা (৩২) ও শ্রাবন (২৫) অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কোপাতে থাকে। তখন তারা জীবন বাঁচাতে দৌড়ে নিজেদের বাড়ি যান। হামলাকারীরা তাদের বাড়িতে যেয়েও তিন ভাইকে উপর্যুপরি কুপিয়ে মাটিতে ফেলে রাখে,এবং হাসপাতালে চিকিৎসা নিতে যেতেও বাধা দেয়। পরে বিকল্প পথে তাদেরকে চিকিৎসার জন্য নেয়া হয়। এদিকে রহমতের স্ত্রী রোজিনা (৩০) সাংবাদিকদের জানান,রাতের ওই সময়ে তার স্বামী তার কাছে ঘুমিয়ে ছিলো।

সে কোন ভিডিও করে নাই,অথচ ওই রাতে তাদের বাড়িতে এসে মিথ্যা ভিডিওর কথা বলে তার স্বামীকে ডেকে তুলে মারপিট করে। এসময় তার শিশু ছেলে সানি (৮)’কে কুপিয়ে যখম করে প্রতিপক্ষ জিকরুলেরা। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর জানান, তিনি ঘটনা স্থলে গিয়ে হামলাকারীদের বাড়ি থেকে ১৫/১৬টি কাঠের ঢাল ও দা/কাচি জব্ধ করেছেন। আহত জাকির শেখের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *