বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিজয় দিবস পালিত
স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের চিতলমারীতে বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। শহীদদের স্মরণে সকাল পৌনে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরসহ বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠানে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের স্মরণে অডিটরিয়ম ভবণে আলোচনা সভা, শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান, মহিলা ভাসইচেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাণকৃষ্ণ দত্ত ভগো, যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমূখ। একই সাথে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠন বিজয় দিবস পালন করেছে। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় চিতলমারী আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সর্ব স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।