গতকাল ১১ ই সেপ্টেম্বর রাত ৪:৩০ মিনিটের সময় টুঙ্গিপাড়া-চিতলমারী মহাসড়কে বড়বাড়িয়া বাজার সংলগ্ন স্থানে বৈদ্যুতিক পিলারের সাথে পাটের আঁশ ছাড়ানো শুকনো খড়ি ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। একটি প্লেয়ারের সাথে সজোরে ধাক্কা লাগার ফলে মুহূর্তের মধ্যেই বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরে যায়।
সেইসাথে শুকনো পাটের আঁশ ছাড়ানো খড়ি ভর্তি ট্রাক টিতে ও আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা টুঙ্গিপারা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করলে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম ঘটনাস্থলে হাজির হয় এবং দীর্ঘক্ষন চেষ্টার পরে তারা আগুন নিয়ন্ত্রণে সমর্থ হয়। তবে ততক্ষণে ট্রাকটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়। ট্রাকে থাকা চালক ও সহকারি সহ মোট তিনজন গুরুতর আহত হন। আহতদের তৎক্ষণাৎ স্থানীয় নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।