বাকেরগঞ্জের রনি মোল্লা হত্যার প্রধান ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্টতার জেরেই বাকেরগঞ্জের রবিউল ইসলাম রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ১১ দিনের মধ্যে মামলার প্রধান আসামি মোঃজহিরুল ইসলাম মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার ১লা মে বেলা ১১টায় বরিশাল র‌্যাব-০৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল র‌্যাব-০৮ এর অধিনায়ক জনাব জামিল হাসান। তিনি জানান , এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্টতার জেরে গত ১৯ এপ্রিল রাতে বাকেরগঞ্জের সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লা ও তার দুই ভাইকে দেশীয় অস্ত্র ধারালো দা, রামদা, ছেনা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মামলার অন্যতম আসামি মোঃ জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুন। পরবর্তীতে রনি মোল্লাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রনি মোল্লার পিতা মোঃ ইয়াছিন আলী মোল্লা গত ২১ এপ্রিল বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ বরিশালের একটি দল শনিবার ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় মোঃ জহিরুল ইসলাম মামুন (৩৭) ও একই এলাকার আব্দুর রবকে (৩৫) নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে আরো জানায়, গ্রেফতারকৃত আসামি মোঃ জহিরুল ইসলাম মামুন মেম্বার ওরফে হাত কাটা মামুনের বিরুদ্ধে পূর্বে খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া অপর আসামি আব্দুর রব সম্পর্কে মামুন মেম্বারের চাচাতো ভাই হন। তার বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *