গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ সকাল ১১টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকদের সমন্বয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প অর্পণ ও দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহসভাপতি এবিএম আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাবিবুর রহমান, ও অন্যান্য শিক্ষক বৃন্দ। এসময় সভাপতির বক্তব্যে কাজী ফয়েজুর রহমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।