বাংলাদেশ সেনাবাহিনী টুঙ্গিপাড়ায় ৫ ‘শত দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডব্লিউডি, পিএসসি -এর দিক নির্দেশনায় বরাবরের মতো এবারও দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৫’শত পরিবারকে আবারও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। 
এ লক্ষ্যে ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে রোববার (১৮ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড চত্বরে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে ৫’শত দুস্থ অসহায় পরিবারের মাঝে (চাল, ডাল, আটা, লবণ, তেল ও সাবান) খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে  টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদুল হাসান, পিএসসি, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, পিএসসি, ক্যাপ্টেন শাহ্–ই–মাশরুর রামীম এবং লে. সাদাফ আবরার রাইয়ান সহ টুঙ্গিপাড়া উপজেলার আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *