বাংলাদেশ লেখক সমিতির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। আজ রবিবার ৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় সভাপতিত্ব করেন লেখক সমিতির সভাপতি কথাসাহিত্যক রুহুল আমিন বাচ্চু। এই উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে চার জন খ্যাতিমান কবি ও লেখককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা ছিলেন যথাক্রমে- গবেষক ড. অনিক মাহমুদ, কথাশিল্পী আবু সাইদ কামাল, লেখিকা সুলতানা রিজিয়া ও ছড়াকার মানসুর মুজাম্মিল। সভায় লেখা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন- কবি নাসির হেলাল, কবি মোমিন মেহেদি, কবি গাজি মোহাম্মদ আবু সাঈদ, কবি রবিউল মাশরাফি, কবি খান কাউসার কবির, কবি জাফর পাঠান, কথাসাহিত্যিক শান্তা ফারজানা, কবি বিমল সাহা, কবি মহসিন আহমেদ, কবি সৈয়দ নাজমুল আহসান এবং কবি সালেহ মাহমুদ প্রমূখ।