দেশ জুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রবণ জেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর রয়েছে। গোপালগঞ্জেও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। লকডাউনে নিন্ম আয়ের মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। এ লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলায় করোনা কালীন বিপদাপন্ন ও অসহায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করেন শ্ব। গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল ও পাটগাতি বাজার সহ আশপাশের এলাকার স্বল্প আয়ের মানুষের মাঝে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী কর্মীরা পরিপূর্ণ ভাবে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য শেখ তৈয়াবুর রহমান, রেড ক্রিসেন্ট কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, যুব সদস্য মহেন, মামুন, জোবায়ের, হেমন্ত, আল- আমিন, মেঘলা প্রমুখ উপস্থিত ছিলেন।