বাংলাদেশ যুব ও ছাএ ঐক্য পরিষদ’র এি-বার্ষিক সম্মেলনে বরিশাল জেলা ও মহানগর কমিটি গঠন


বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে বাংলাদেশ যুব ঐক্য এবং ছাএ ঐক্য পরিষদ’র যৌথ আয়োজনে এি-বার্ষিক সম্মেলন ২০২৩ বরিশাল জেলা ও মহানগরের পূর্নাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
গত ২৮ জুলাই রোজ শুক্রবার দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে নগরীর সদর রোডস্থ আর্যলক্ষী ভবনের কীর্ওনখোলা মিলনায়তনে আনুষ্ঠানিকতা শুরু হয়। ত্রি-বার্ষিক সম্মেলন সভার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল জেলার সভাপতি মণ্ডলীয় সদস্য নারায়ণ চন্দ্র দে নারু, বরিশাল মহানগর সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, বরিশাল মহানগর সভাপতি মণ্ডলীয় সদস্য সাংবাদিক গোপাল সরকার,সহ-সভাপতি এডভোকেট শুভাশিস ঘোষ বাপ্পি,বরিশাল মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মেরি জংসনসহ প্রমুখগন। সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত সরকার সূর্য এবং সাধারণ সম্পাদক শিপন বাড়াইক।
সম্মেলন সভার দ্বিতীয় পর্বে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সম্মতি কর্মে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি হিসেবে অসিত রায় ও সাধারন সম্পাদক প্রিয়ংকর পাল শুকু নবনির্বাচিত হন এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল মহানগর কমিটিতে সভাপতি রনজিত সেনগুপ্ত ও সাধারন সম্পাদক শুভ সাহাকে নবনিযুক্ত করে আগামী তিন বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ’র বরিশাল মহানগরের সভাপতি হিসেবে নবনিযুক্ত হন অনিমেষ সাহা ও সাধারন সম্পাদক তিলক বসু অনিম।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী তিন বছর বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ঘোষিত কেন্দ্রীয়,জাতীয় এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সাধারণ জনগণের সার্থে সকল কর্মকান্ডে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর কমিটির অংশ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।