চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে স্লোগান কে সামনে রেখে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্ধু ক্লাব । তারই ধারাবাহিকতায় গত (সোমবার) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর মানকৈর এলাকায় বাংলাদেশ বন্ধু ক্লাব কর্তৃক আয়োজিত ২য় তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাপিং করা হয় । উক্ত ক্যাপইনে ১ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ছামছুন্নাহার আক্তার বানু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সৈয়দপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি , জনাব মোঃ আব্দুল মোতালেব মোল্লা , আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ভাইস-চেয়ারম্যান মোছাঃ শাহানাজ আক্তার , সহ বাংলাদেশ বন্ধু ক্লাবের সদস্যবৃন্দ ।
বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম বলেন:- আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাপিং চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় এবার ২য় তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে । আমরা চেষ্টা করছি আমাদের সৈয়দপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই ক্যাপিং করার , ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা তা করতে সক্ষম হবো ।