বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গোপালগঞ্জে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউজের হলরুমে আয়োজিত এ সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, বিচারপতি মো. নিজামুল হক। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদ্য সাবেক চেয়ারম্যান, সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুর রহমান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম সহ বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনার ও মতবিনিময় সভায় গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, রবীন্দ্রনাথ অধিকারী, মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মেদ আলী খান, সাংবাদিক হুমায়ূন কবির, এম সারমাত, আমির হামজা, মিজানুর রহমান মানিক, এস এম মোস্তফা জামান, কে এম শফিকুর রহমান, ঈমাম হোসাইন সবুজ, দুলাল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বুলবুল আলম ভুলু, সাবেত আহমেদ, কে এম সাইফুর রহমান, গোলাম বিশ্বাস, তরিকুল ইসলাম, এ.জেড. এম. আমিনুজ্জামান রিপন, কাজী সেলিম নয়ন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সকলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।