প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ১০:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ খুলনা রেঞ্জ, এর সেপ্টেম্বর/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”।
আজ রবিবাার সকাল ১১ টার সময় খুলনা রেঞ্জ অফিসে সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে ঝিনাইদহ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেেশ প্রদান করেন। তিনি মামলা তদন্ত কার্যক্রম সচেতন ভাবে তদারকির নির্দেশ প্রদান করেন। ওয়ারেন্ট ও আলামত নিষ্পত্তির উপর জোর দেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার আহবান জানান। আসন্ন দূর্গাপূজা'র সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও সংশ্লিষ্ঠ পুলিশ সুপারগণকে নির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতম কর্মকর্তা এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত