“বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বাগেরহাট জেলা সভাপতি শেখ আঃ সবুরের নেত্রীত্বে মেয়র পদপ্রার্থী খান হাবিবুর রহমান এর নৌকা প্রতিকের পথ সভা অনুষ্ঠিত”
আসন্ন ১৪ ই ফেব্রুয়ারী বাগেরহাট পৌর নির্বাচন ২০২১ উপলক্ষে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী বারবার নির্বাচিত খান হাবিবুর রহমানের নৌকা প্রতিকের পথ সভা অনুষ্ঠিত হয়। ১০-০২-২০২১ বুধবার বিকাল ৩ ঘটিকায় বাগেরহাট সরকারি পি,সি কলেজ মাঠে প্রাঙ্গনে উক্ত পথ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বাগেরহাট জেলা সভাপতি শেখ আঃ সবুরের নেত্রীত্বে মেয়র পদপ্রার্থী খান হা্িবুর রহমানের এর নৌকা প্রতিকের পথ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক শেখ আঃ সবুর, যুগ্ম আহ্বায়ক- শাহ- জাহান, যুগ্ম আহ্বায়ক- ফকির আবজাল হোসেন, সদস্য সচিব- সেলিনা বানু শেলী, সদস্য সচিব- উষা রানী, আহ্বায়ক মোল্লাহাট উপজেলা – জনাব শেখ সোহেল রানা, জেলা সদস্য- সুব্রত পাল, সাধারণ সম্পাদক শরণ খোলা – ডাঃ জামাল ফরাজী, সভাপতী মোংলা – বীর মুক্তিযোদ্ধা – দেলোয়ার হোসেন, সভাপতি পৌর- শিশির সাহা, সিনিয়র সহ সভাপতি- পৌর বাপ্পি রায়, যুগ্ম সম্পাদক পৌর – সুমন্ত, অর্থ বিষয়ক সম্পাদক মোংলা – কহিনুর বেগম, মহিলা সম্পাদিকা- রেহানা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- শহিদুল ইসলাম, সভাপতি ৭ নং ওয়ার্ড মোংলা- ছরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পৌর – আলোম,উজ্জ্বল পপি আক্তার, রুমা খাতুন, সদস্য প্রেসক্লাব মোল্লাহাট- আরিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।