ফারহান লাবিব, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (২৩ জুন) দেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ব্যাপি আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রাজধানী এবং জেলা-উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালন করা হয়। ব্যতিক্রম নয় টুঙ্গিপাড়া ছাত্রলীগ ও। যার পরিপ্রেক্ষিতে আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সহসভাপতি দ্বীন ইসলাম মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আনোয়ার সজিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।