সেল নেতা জাতীয় কৃষক সমিতি দরবস্ত ইউনিয়ন সভাপতি কমরেড আজাদুল ইসলামের সভাপতিত্বে, বাংলাদেশ যুবমৈত্রী গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আশরাফুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির উপজেলা সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা, বক্তব্য রাখেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, উপজেলা পার্টির নেত জাতীয় কৃষক সমিতি উপজেলা সভাপতি কমরেড রবিউল আউয়াল বিএসসি, উপজেলা নেতা কমরেড মমতাজ আলী প্রধান, উপজেলা নেতা,উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি কমরেড আবুল কাসেম,সাধারণ সম্পাদক কমরেড জহুরুল ইসলাম,সদস্য সিরাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন চাল ডাল তেল লবন চিনি আটা ঔষধ কীটনাশক সার বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে অবিলম্বে গরীব মেহনতী মানুষের স্বার্থে দাম কমানোর আহ্বান জানান, খাস জমি ও পর্যাপ্ত সরকারি ঘর ভুমিহীনদের বরাদ্দের দাবি জানান সেই সঙ্গে গোবিন্দগঞ্জে মাননীয় প্রধামন্ত্রীর ঘোষণা অবিলম্বে ইপিজেড বাস্তবায়নে আহ্বান এবং সন্ত্রাস ঘুষ দূর্নীতি লুন্ঠন বন্ধ করে জবাবদিহি ন্যায্য ও সমতা ভিক্তিক রাষ্টীয় ব্যবস্হা গড়ে তুলতে শক্তিশালী ওয়ার্কার্স পার্টি গড়ে তুলতে মানুষের সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করার আহ্বান জানান।