১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে আকাশের বেশ উপরিভাগে ওই আলোটি দেখা যায়। সেটি বেশ উজ্জল ছিল। দ্রুতি গতিতে সেটি আবার কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেছে।
সেটি আসলে কি এখনো সঠিক করে বুঝতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আমি নিজেও এর আগে কোন দিন এই রকম কিছু আকাশে দেখি নাই।
আকাশে জ্বলন্ত আগুন ছুটতে দেখে আমাদের এলাকায় বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে এটা কি ছিলো তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাটি নিয়ে বেশ সাড়া ফেলেছে। কৌতুহলি মানুষ সামাজিক যোগাযোগ বিষয়টি কি তা জানার চেষ্টা করছেন।
তবে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালি বলেন, ‘সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি বস্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। বা অন্যকিছুও হতে পারে। এটা এখনো আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’