প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক রবিন্দ্রনাথ অধিকারী
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২১ লাভ করেছেন গোপালগঞ্জের প্রবীন সাংবাদিক রবিন্দ্রনাথ অধিকারী। তার পিতা- মঙ্গঁল চন্দ্রঁ অধিকারী। তিনি ১৯৫৫ সালের ১অক্টোবর গোপালগঞ্জের
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে জন্ম গ্রহন করেন। তৃনমুল সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুনিজন সাংবাদিক হিসাবে তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি দীর্ঘ ৪০ বৎসর ধরে মফস্বল সাংবাদিকতার সাথে জড়িত। বর্তমানে তিনি দৈনিক সংবাদ পত্রিকার ষ্টাফ রিপোটার হিসাবে কর্মরত রয়েছেন। তিনি একজন তৃণমূল পর্যায়ের মৃত্তিকা সম্পৃক্ত সাংবাদিক। একজন ফটোগ্রাফি রিপোটার। সম্প্রতি ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাছিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। বেসরকারী পর্যায়ে এটি শ্রেষ্ঠ সাংবাদিক পুরস্কার। রবিন্দ্রনাথ অধিকারী একজন কবি, ছড়াকার, প্রাবন্দিক ও কলাম লেখক ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত