বশেমুরবিপ্রবি’র সাবেক রুটিন ভিসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

 গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহানের বিরুদ্ধে সাবেক গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের বাসার সাবেক গৃহকর্মী এ অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহকর্মী অভিযোগে জানান, তিনি গৃহকর্মী হিসেবে কাজ করার সময় বাসায় অন্য কেউ না থাকলে তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন অধ্যাপক শাহজাহান। তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাবও দিতেন তিনি।

এ বিষয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) ভুক্তভোগীকে অন্য কারো প্ররোচনায় এবং কোন অসৎ উদ্দেশ্য হাসিল করতে ওই শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন কিনা, তাছাড়া ঘটনার প্রায় ২ বছর পর এখন কেন এ অভিযোগ তুলেছেন এমন প্রশ্নের উত্তরে ভুক্তভোগী জানান, ঘটনা সত্য।

আমি সে সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ম্যাডামদেরকে বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়েছি। তারা বলেছেন তুমি যার নিকট বিচার চাইবে তার বিরুদ্ধেই তোমার অভিযোগ। অপেক্ষা করো স্থায়ী ভিসি স্যার আসলে ভবিষ্যতে দেখা যাবে।

এদিকে ওই গৃহকর্মী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহাবুব মহোদয়ের বরাবরে যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ দিলেও তা তিনি গ্রহণ করেননি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলও তার অভিযোগ পত্রটি গ্রহণ করেননি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র উপাচার্য একিউএম মাহবুব বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেনি। তাছাড়া ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের কেউ নন। ভুক্তভোগীকে ন্যায়বিচার পেতে আইনের আশ্রয় নিতে হবে। বশেমুরবিপ্রবি’র যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান মানসুরা খানম বলেন, অভিযোগটি বিধিসম্মত না হওয়ায় তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান। অভিযুক্ত শিক্ষক অধ্যাপক শাহজাহান এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করলে তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে খন্দকার নাসির উদ্দিন পন্থীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এটি তারই ধারাবাহিকতা। তাকে হেয় করার জন্য এটি করা হচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *