বশেমুরবিপ্রবি’র প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তুহিন মাহমুদ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের (ভারপ্রাপ্ত) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক ও বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ। ওই পদে দায়িত্বরত প্রকল্প পরিচালক মোঃ জহিরুল হক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব মহোদয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুর রউফ এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করেন। দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদ অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করবেন বলে দাপ্তরিক আদেশে জানা গেছে। এদিকে তুহিন মাহমুদ প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ তুহিন মাহমুদের শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।