বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী গভীর শ্রদ্ধাভরে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এসময়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শাহজাহান রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা মো. শরাফাত আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময়ে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া করা হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকাল ৫.০০ টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *